ইআরপিডিএফ ডেস্কঃ আজ সকালে পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (ইআরপিডিএফ) এর সম্মানিত চেয়ারম্যান জনাব এইচ এম সুমন শহীদ বুদ্ধিজীবি সেতু (বছিলা সেতু) হইতে গাবতলী পয়েন্ট পর্যন্ত নৌভ্রমনের মাধ্যমে বুড়িগঙ্গা নদীর দখল ও দূষণ স্থানগুলো পরিদর্শন করেন।
নদী সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, জাতীয় নদী রক্ষা কমিশন বাংলাদেশের সকল নদীর অবিভাবক। নদী রক্ষা কমিশন বাংলাদেশের নদীগুলোকে বাঁচাতে সর্বাত্বক চেস্টা করবেন, তবে নদী কমিশনের পক্ষে সম্ভব হবে না মাঠ পর্যায়ে যেয়ে নদীর নিয়ম অনিয়ম খুঁজে বের করা। তাই আমরা দেশের কল্যাণে পরিবেশ ও নদী সুরক্ষায় কাজ করছি। আসুন আমরা সকলে দেশের সকল নদ-নদীর অনিয়মগুলো খুঁজে বের করে তার সঠিক তথ্য জাতীয় নদী রক্ষা কমিশন বরাবর অবহিত করি। আমাদের তথ্যের ভিত্তিত্বে যেন জাতীয় নদী রক্ষা কমিশন সেই অনিয়মগুলোকে রোধ করে বাংলাদেশের সকল নদীর প্রাণ ফিরিয়ে দিতে যথাযথ ব্যবস্থা গ্রহন ও বাস্তবায়ন করতে পারেন।
এ সময় তার নৌভ্রমন সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (ইআরপিডিএফ) এর সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের ব্যক্তিগত উপদেষ্টা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান শ্রাবণ, মহাসচিব মোঃ আমিনুল ইসলাম, মোঃ আবিদুর রহমান খাঁন রোমান, গোলাম মোহাম্মদ রুহুল আমিন, মোঃ আবুল বাসার বাদশা, আঃ ছোবহান, মোঃ নবী হোসেন সহ ফাউন্ডেশনের শতাধিক সদস্যবৃন্দ।