শ্রাবণ মোস্তাফিজঃ অদ্য ২৩.০৯.২০২১ইং তারিখ সকাল ১১ঃ০০ ঘটিকায় বিআইডব্লিউটিএ’র সম্মানিত চেয়ারম্যান এর কার্যালয়ে পরিবেশ ও নদী সুরক্ষা বিষয় নিয়ে পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সন্মানিত চেয়ারম্যান জনাব সাংবাদিক এইচ এম সুমন এর নেতৃত্বে ফাউন্ডেশনের অন্যান্য সদস্য বৃন্দের উপস্থিতিতে ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে অবহিতকরন পত্র প্রদান করা হয়।
এ সময় বিআইডব্লিউটিএ’র সম্মানিত চেয়ারম্যান জনাব কমডোর গোলাম সাদেক পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের অবহিতকরন পত্রটি ভালো ভাবে দেখেন এবং তার ফলপ্রসূ মতামত ব্যক্ত করেন। তিনি ইআরপিডিএফ এর চেয়ারম্যান মহোদয়কে উদ্দ্যেশ্য করে বলেন, বাংলাদেশের সকল নদ-নদী দখল এবং দূষণ রোধে আপনার ফাউন্ডেশনের গৃহীত সকল কার্যক্রম পরিচালনা করতে যেন কোন প্রকার সমস্যা না হয় সেদিকে বিআইডব্লিউটিএ’র আন্তরিকতা ও সার্বিক সহযোগীতা থাকবে।
তিনি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সকল নদ-নদীর তীরে পর্যায়ক্রমে বৃক্ষ রোপণ করার পরামর্শ প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যানের ব্যক্তিগত উপদেষ্টা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান শ্রাবণ, মহাসচিব মোঃ আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আবুল বাসার বাদশা, মোঃ আব্দুস সোবহান, মোঃ নবী হোসেন প্রমুখ৷