শ্রাবণ মোস্তাফিজঃ অদ্য ১৫.০৯.২০২১ইং তারিখ দুপুর ১৩ঃ০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর কার্যলয়ে পরিবেশ ও নদী সুরক্ষা বিষয় নিয়ে পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সন্মানিত চেয়ারম্যান জনাব সাংবাদিক এইচ এম সুমন এর নেতৃত্বে ফাউন্ডেশনের অন্যান্য সদস্য বৃন্দের উপস্থিতিতে ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে অবহিতকরন পত্র প্রদান করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের অবহিতকরন পত্রটি ভালো ভাবে দেখেন এবং তার ফলপ্রসূ মতামত ব্যক্ত করেন। তিনি ইআরপিডিএফ এর চেয়ারম্যান মহোদয়কে উদ্দ্যেশ্য করে বলেন, নারায়ণগঞ্জ জেলার পরিবেশ দূষণ, নদী দখল এবং দূষণ রোধে আপনার ফাউন্ডেশনের গৃহীত সকল কার্যক্রম পরিচালনা করতে যেন কোন প্রকার সমস্যা না হয় সেদিকে জেলা প্রশাসনের আন্তরিকতা ও সার্বিক সহযোগীতা থাকবে।
এদিকে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপণ এর উদ্দেশ্যে পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সন্মানিত চেয়ারম্যান জনাব সাংবাদিক এইচ এম সুমন উপহার হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহর হতে একটি চারাগাছ তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মোঃ আমিনুল ইসলাম, কেনদ্রীয় কমিটির সদস্য গোলাম কিবরিয়া মোল্লা, নারায়ণগঞ্জ জেলা সদস্য মোঃ রায়হান খাঁন ও সোনারগাঁও উপজেলা কমিটির সন্মানিত সভাপতি এডভোকেট মোঃ ফিরোজ মিয়া প্রমুখ৷